Published : 31 Aug 2025, 01:02 PM
রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৫০) নামের একজন পথচারী মারা গেছেন। আজ রবিবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজিম উদ্দিন একটি পোশাক কারখানায় কাজ করতেন। সিএনজিচালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন জানান, নাজিম উদ্দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন।
এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় নাজিম উদ্দিন গুরুতর আহত হন এবং অটোরিকশার সামনে পড়ে যান। আনোয়ার হোসেন জানান, তিনি নাজিম উদ্দিনকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নাজিম উদ্দিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।।
দুই দাবিতে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের