Published : 01 Sep 2025, 03:03 AM
সম্পূরক বৃত্তি এবং জকসু নীতিমালা নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা ঘোষণার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। একইসাথে, দুই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রবিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। ১৯ আগস্ট থেকে এই আন্দোলন শুরু হয়েছে। শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ দুই দফা দাবিতে প্রচার চালাবে।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘আমাদের বহুল আকাঙ্ক্ষিত সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসন থেকে আমরা এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাইনি। জকসু নিয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ (পথরেখা) প্রশাসন আমাদের দিতে পারেনি। সম্পূরক বৃত্তি নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা এবং জকসুর রোডম্যাপ পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’ টানা কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, ‘প্রশাসন এখন পর্যন্ত সম্পূরক বৃত্তি নিয়ে কিছু বলেনি। এমনকি গত মঙ্গলবার সিন্ডিকেট সভা হওয়ার পরেও তারা জকসুর নীতিমালা এখনো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে পারেনি।
আমরা এই অকর্মণ্য প্রশাসনের উপর আর আস্থা রাখতে পারছি না। আগামীকাল (সোমবার) থেকে অবস্থানসহ অন্যান্য কর্মসূচিতে যাব।’।