Published : 21 Aug 2025, 12:01 PM
বিশ্বজুড়ে পরিচিত মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড সম্প্রতি ঢাকায় ‘বিশুদ্ধ মোটরসাইকেল যাত্রা’ শীর্ষক একটি রাইডআউটের আয়োজন করেছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত রয়্যাল এনফিল্ডের প্রধান শোরুম থেকে যাত্রাটি শুরু হয়ে পূর্বাচলের ছুটি রিসোর্টে গিয়ে শেষ হয়। রয়্যাল এনফিল্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এই যাত্রায় ১৪০ জনের বেশি বাইকার অংশ নেন। পূর্বাচলের ছুটি রিসোর্টে রয়্যাল এনফিল্ড রাইডার কমিউনিটির সদস্যরা একটি আনন্দমুখর দিন কাটান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশে প্রতি মাসে দেশের রয়্যাল এনফিল্ড বাইকারদের নিয়ে এমন দলবদ্ধ যাত্রা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে সকলে একে অপরের সাথে যুক্ত থাকতে পারেন এবং বিশ্ব রয়্যাল এনফিল্ড কমিউনিটির সাথেও যোগাযোগ বজায় রাখতে পারেন।
এই যাত্রাগুলো রাইডারদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা হবে। কিছু যাত্রা হবে ছোট, কিছু দীর্ঘ এবং রাতভর, এবং এমনকি দেশের বাইরেও কিছু যাত্রা আয়োজনের সম্ভাবনা আছে।।