Published : 20 Aug 2025, 02:01 PM
একটি বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং দুইজন নির্বাহী পরিচালকের সমন্বয়ে গঠিত একটি তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করবে।
পূর্বে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করেছিলেন যে শাহীনুল ইসলাম এনায়েত উল্লাহর ব্যাংক হিসাব থেকে ১৯ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছিলেন। গত বছর মাসুদ বিশ্বাসের পদত্যাগের পর শাহীনুল ইসলাম বিএফআইইউ প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
।