Published : 26 Aug 2025, 08:01 AM
বিগত তিন বছরে দেশে দারিদ্র্য বেড়েছে। এখন প্রতি চারজনের মধ্যে একজন মানুষ দরিদ্র। এছাড়াও, আরো অনেক মানুষ এমন অর্থনৈতিক পরিস্থিতিতে আছেন যে, অসুস্থতা বা অন্য কোনো সমস্যায় পড়লে তারা দরিদ্র হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।
২০২০ সালে করোনা মহামারী শুরুর আগে বাংলাদেশে তিন দশক ধরে দারিদ্র্যের হার কমছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, সেই হার বাড়ছে। এটি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ব্যাহত হওয়ার লক্ষণ।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) একটি গবেষণায় এই চিত্র উঠে এসেছে।।