Published : 13 Sep 2025, 12:03 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে অধ্যাপক মাফরুহী সাত্তার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সমন্বিত শিক্ষার্থী জোট'-এর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী ফেরদৌস আল হাসান। আজ শুক্রবার রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। ফেরদৌস আল হাসানের অভিযোগ, 'নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে অধ্যাপক মাফরুহী পদত্যাগ করেছেন।
প্রশ্ন হলো, যদি নির্বাচন অনিয়মে ভরা ছিল, তাহলে পদত্যাগ করতে ৩০ ঘণ্টা সময় লাগল কেন?' এর আগে সংবাদ সম্মেলনে অধ্যাপক মাফরুহী জানান, ভোটগ্রহণ ও গণনায় নানা অনিয়ম দেখে তিনি নির্বাচন স্থগিতের প্রস্তাব দেন। কিন্তু কমিশন তা আমলে না নিয়ে পুনরায় ভোট গণনা শুরু করায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আরও তিনজন সদস্য - ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা ও গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন।
।