Published : 31 Aug 2025, 11:07 PM
বাবর আজমের সময়টা ভালো যাচ্ছে না। পরিস্থিতি এতটাই খারাপ যে, একসময় যাকে ছাড়া পাকিস্তান দলের কথা ভাবাই যেত না, তাকে এখন দলে জায়গা পেতে কষ্ট হচ্ছে। অনেকেই তার ব্যাটিং নিয়ে উপদেশ দিচ্ছেন। এই কঠিন সময়ে কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে পথ দেখানোর চেষ্টা করছেন, কিছু পরামর্শও দিয়েছেন। পাকিস্তানের জিও নিউজে ‘হাসনা মানা হ্যায়’ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম অতিথি হিসেবে গিয়েছিলেন। সেখানে তিনি বাবর আজমের মানসিক অবস্থা ও তার সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ খেলোয়াড়দের উপর কতটা চাপ থাকে, সে বিষয়ে কথা বলতে গিয়ে আকরাম বাবরের প্রশংসা করেন এবং কিছু পরামর্শ দেন। তিনি বলেন, “ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু ক্লাস চিরস্থায়ী”। চেষ্টা চালিয়ে যাও, তুমি আবারও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে ফিরে আসবে। ওয়াসিম আকরাম, প্রাক্তন ক্রিকেটার, বলেছেন, ‘বাবর আজম আমাদের সুপারস্টার।
সে বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। আমি তাকে শান্ত থাকতে এবং অপ্রয়োজনীয় সংবাদ সম্মেলন থেকে দূরে থাকতে বলব। আর এটা মনে রাখতে বলব যে, “ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু ক্লাস চিরস্থায়ী”। চেষ্টা চালিয়ে যাও, তুমি আবারও বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে ফিরে আসবে।’ আকরাম কেন এমন কথা বলছেন, তা একটু বিস্তারিত বলা যাক। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বাবর। এরপর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর তিন অঙ্কের দেখা পাননি। তার স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন ওঠায় গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর তাকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়। ৫৯ বছর বয়সী এই কিংবদন্তির কাছে জানতে চাওয়া হয়েছিল—বাবর কি শুধু ভালো ব্যাটসম্যান, নাকি দলের জন্য ম্যাচ-উইনারও হতে পারবেন? উত্তরে আকরাম বলেছেন, ‘সে ইতিমধ্যেই একজন দুর্দান্ত ব্যাটসম্যান। তবে এখনো তার সেরাটা দেখা যায়নি।
সামনে সে দলকে জেতাতে পারবে।’ আরও পড়ুন: সিলেটে হঠাৎ সাংবাদিক হয়ে গেলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার ৮ ঘণ্টা আগে বাবর কি জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তি ব্যাটসম্যান হতে পারবেন—এই প্রশ্নের উত্তরে ওয়াসিম বলেন, ‘ম্যাচ-উইনার হওয়ার মতো সবকিছুই বাবরের আছে। তার প্রতিভা আছে, ধারাবাহিকতা আছে, কিন্তু তাকে নিজের ব্যাটিং দিয়ে আরও ২-৩টি গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে হবে। সে নিঃসন্দেহে একজন টপ ক্লাস খেলোয়াড়।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান ৪২২৩। এই সংস্করণে তার চেয়ে বেশি রান শুধু ভারতের রোহিত শর্মার, ৪২৩১। সেই বাবরকে ছাড়াই পাকিস্তান এবার টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলবে। বলা হচ্ছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুনদের সুযোগ দিতে চায় পাকিস্তান। নতুনেরা ভালো করলে বাবরের জন্য দলে ফেরা আরও কঠিন হয়ে যেতে পারে। আরও পড়ুন: বাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলায় হারিসকে লাঠিপেটা করতে চান বাসিত আলী ২৭ আগস্ট ২০২৫।