Published : 31 Aug 2025, 04:05 AM
লক্ষ্য ছিল বিশাল, ২০৮ রান। এই বিশাল লক্ষ্য অর্জনের জন্য যেমন ব্যাটিং দরকার ছিল, সংযুক্ত আরব আমিরাত সেটাই করতে চেয়েছিল। পাওয়ার প্লে-র ৬ ওভারে তারা ৫৪ রানও তুলেছিল। কিন্তু এই রান তুলতে তারা ৩টি উইকেট হারিয়ে ফেলে। ফলে মাঝের ওভারগুলোতে স্বাগতিকেরা একটু চাপে পড়ে যায়। দ্রুত আরও দুটি উইকেট হারাতে গিয়ে চাপ আরও বাড়ে। সেই চাপ থেকে আর বের হতে পারেনি আরব আমিরাত। শেষ পর্যন্ত তারা ম্যাচটি ৩১ রানে হেরে যায়। টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান তোলে।
সেই রান তাড়া করতে নেমে আরব আমিরাত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করে। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের এটা টানা তৃতীয় জয়। সিরিজের অন্য দল আফগানিস্তান। পাকিস্তানের জয়ের আগে আরব আমিরাতের ব্যাটসম্যান আসিফ খান ব্যাট হাতে তাণ্ডব দেখান। ছয় নম্বরে নেমে তিনি ৬টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৭৭ রান করেন, তাঁর স্ট্রাইক রেট ছিল ২২০। আরব আমিরাতের পক্ষে ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। পাকিস্তানের পক্ষে হাসান আলী ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। মোহাম্মদ নেওয়াজ ২১ রানে ২টি উইকেট নেন। সালমান মির্জা ও সাইম আইয়ুব একটি করে উইকেট নেন।
আরও পড়ুনহারিস রউফের গতিতে এলোমেলো হয়ে পাকিস্তানের কাছে হার আফগানদের২৯ আগস্ট ২০২৫ এর আগে পাকিস্তান ২০০ পেরোনো স্কোর পেয়েছে মূলত দুটি ফিফটির ওপর ভিত্তি করে। ওপেনার সাইম আইয়ুব সাতটি চার ও চারটি ছয়ে ৩৮ বলে ৬৯ রান করেন। মিডল অর্ডারে হাসান নেওয়াজ ২৬ বলে ৫৬ রান করেন, যেখানে দুটি চার ও ছয়টি ছয়ের অবদান ছিল। এছাড়া মোহাম্মদ নেওয়াজ দুই চার ও এক ছয়ে ১৫ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জুনাইদ সিদ্দিক ও সগির খান। জুনাইদ ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন, সগির ৪৪ রান দিয়েছেন। দুই উইকেট নেওয়া হায়দার আলী ৩২ রান দিয়েছেন। আরও পড়ুনপাকিস্তান–আফগানিস্তান লড়াইয়ে সমর্থকদের মধ্যে সংঘর্ষ চান না রশিদ খান২৯ আগস্ট ২০২৫।