Published : 30 Aug 2025, 02:02 AM
১১.২ ওভারে ২ উইকেটে ৯৩ রান করার পরে আফগানিস্তানের প্রয়োজন ছিল ১৯টি ওভার ব্যাট করতে এসে ৯০ রান। হাতে ৮ উইকেট ছিল। কিন্তু এরপরই শুরু হয় উইকেট পতনের ঘটনা। শাহিন আফ্রিদির একটি দুর্দান্ত ডেলিভারিতে ইব্রাহিম জাদরানকে বোল্ড করে দেওয়ালে ঠেলতে বাধ্য করে। রহমানউল্লাহ গুরবাজ (২৭ বলে ৩৮), সেদিকউল্লাহ আতাল (১৯ বলে ২৩) ও দারবিশ রাসুলির (১৩ বলে ২১) ভালো শুরু করার পরেও হারিস রউফের গতির কাছে এবং সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণির সামনে অসহায় হয়ে পড়ে আফগানিস্তান।
১২তম ওভারে রউফ জোড়া উইকেট নেন। এরপর মুকিম ২ এবং নেওয়াজ ১টি করে উইকেট তুলে নিলে ১৭ বলের মধ্যে আফগানিস্তানের ইনিংসে ধ্বস নামে। রশিদ খান ব্যাট হাতে কিছুক্ষণ প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ১ বল বাকি থাকতে ৩৯ রানের ব্যবধানে হেরে যায়। ১৯.৫ ওভারে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দেওয়া হয় ১৪৩ রানে।
सलमान আগার ফিফটির সুবাদে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে। রশিদ খান সমর্থকদের মধ্যে সংঘর্ষ চান না। আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দেওয়ার পরে ওয়াসিম আকরামের পরামর্শ ছিল, ‘সীমা অতিক্রম কোরো না’।।