Published : 10 Sep 2025, 08:04 PM
আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ১২ কোটি ভোটারের জন্য সাড়ে ৪২ হাজার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় পর্যায়ে এই ভোটকেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপত্তি জানানোর সুযোগ রয়েছে। ১২ অক্টোবরের মধ্যে এসব আপত্তি নিষ্পত্তি করা হবে এবং ২০ অক্টোবর সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। তফসিল ঘোষণার পর ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা (কেন্দ্রের নাম, ভোটার সংখ্যা, ভোটকক্ষের সংখ্যা) গেজেট আকারে প্রকাশ করতে নির্বাচন কমিশন বাধ্য। তিনি আরও জানান, ভোটার সংখ্যা বাড়লেও ব্যবস্থাপনার সুবিধার জন্য বর্তমান কমিশন ভোটকেন্দ্র কমানোর পাশাপাশি ভোটকক্ষ কমানোর পরিকল্পনা নিয়েছে। এই ক্ষেত্রে, দুই বছর আগের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটকেন্দ্র বেড়েছে মাত্র ৪৬৮টি, তবে ভোটকক্ষ কমেছে প্রায় ১৭ হাজার ৪২৬টি।
বর্তমানে ১২ কোটি ৬৩ লাখের বেশি ভোটার রয়েছেন। ইসি সচিব আরও জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি, যেখানে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি পুরুষদের জন্য এবং ১ লাখ ২৯ হাজার ১০৭টি নারীদের জন্য।।
চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট