Published : 10 Sep 2025, 04:03 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' বিশাল জয়লাভ করেছে। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে তারা সহ-সভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদক (জিএস) পদসহ ২৩টি পদ দখল করেছে। বাকি পদগুলো স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। শুধুমাত্র একটি সদস্য পদে প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী জয়ী হয়েছেন।
ডাকসুর ২৮ সদস্যবিশিষ্ট কমিটিতে কারা রয়েছেন, তা এক নজরে দেখুন: শিবির সমর্থিত প্যানেল স্বতন্ত্র প্যানেল শিবির সমর্থিত প্যানেল স্বতন্ত্র প্যানেল প্রতিরোধ পর্ষদ প্যানেল (বাম সমর্থিত)। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে ৬২ জন নারী প্রার্থী ছিলেন।
সহ-সভাপতি [ভিপি] পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক [জিএস] পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক [এজিএস] পদে ২৫ জন প্রার্থী লড়েছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন। এবার মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটার ছিলেন, যার মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী।।
চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট