Published : 10 Sep 2025, 02:03 PM
ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংকে রক্ষিত একটি লকার জব্দ করেছে। সিআইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় অবস্থিত লকারটির নম্বর ১২৮। বুধবার এই লকারটি জব্দ করা হয়।
' তিনি আরও জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে লকারটিতে কী আছে, তা পরবর্তীতে খতিয়ে দেখা হবে। একই শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানার যৌথ নামে একটি সঞ্চয়ী হিসাবের সন্ধান পাওয়া গেছে, যেখানে ৪৪ লাখ টাকা রয়েছে। এছাড়াও, শেখ হাসিনার একক নামে এফডিআর-এ ১২ লাখ টাকা পাওয়া গেছে।
সিআইসির ঐ কর্মকর্তা আরও বলেন, 'আমরা অন্যান্য ব্যাংকগুলোতেও অনুসন্ধান চালাচ্ছি। এটা শুধুমাত্র একটি ব্যাংকের তথ্য।'।
চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট