Published : 19 Aug 2025, 08:01 AM
মিয়ানমারের নির্বাচন কমিশন গতকাল সোমবার ঘোষণা করেছে, ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, যখন মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে এবং জান্তার নিয়ন্ত্রণে নেই দেশের পরিস্থিতি। জান্তা সরকারের অধীনে এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে।
নির্বাচন কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৮ ডিসেম্বর রবিবার সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে বহু দলীয় সাধারণ নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে জানানো হবে।’ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা ক্ষমতা দখল করে।
এরপর থেকে সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী গেরিলা যোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সশস্ত্র সংগঠনের সংঘাত চলছে। দেশের একটি বড় অংশ বিরোধী forces-এর নিয়ন্ত্রণে রয়েছে, যারা জানিয়েছে নির্বাচন তাদের এলাকাগুলোতে অনুষ্ঠিত হতে দেবে না।।