Published : 17 Aug 2025, 12:01 PM
ফেনীর সোনাগাজীতে একজন গৃহবধূকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সোনাগাজী থানায় মামলাটি করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাকিবুল ইসলাম (ছদ্মনাম সোহাগ), বয়স ২৬ বছর এবং মনোয়ারুল ইসলাম (ছদ্মনাম শিমুল), বয়স ২২ বছর।
তারা সম্পর্কে ভাই। এর মধ্যে রাকিবুল ইসলাম এজাহারের প্রধান আসামি। তার ছোট ভাই মনোয়ারুলকে ধর্ষণে সহযোগিতার জন্য গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে গৃহবধূ উল্লেখ করেছেন, গত ৮ আগস্ট রাতে রাকিবুলসহ দুইজন কৌশলে তার ঘরে প্রবেশ করে, হাত-পা-মুখ বেঁধে সোনার এক জোড়া দুল, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও তিন হাজার টাকা লুট করে এবং মারধর করে।
এক পর্যায়ে রাকিবুল তাকে ধর্ষণ করে। সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর এজাহারভুক্ত আসামি ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।।