Published : 19 Aug 2025, 04:01 PM
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্য পদে প্রাথমিকভাবে শিক্ষক পদে নিয়োগের জন্য ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াধীন থাকাকালীন অস্থায়ীভাবে নিয়োগের জন্য এই সুপারিশ করা হলো। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র পাবেন।
নিয়োগপত্র পাওয়ার পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। মঙ্গলবার বিকেলে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের কাছে আনুষ্ঠানিকভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ফলাফল তুলে দেন।এনটিআরসিএ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকেরhttp://ngi.teletalk.com.bdলিংকে প্রবেশ করে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।
।