Published : 18 Aug 2025, 04:01 PM
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক গৃহবধূকে (৩২) ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ভানু মিয়া (৫০)। গতকাল রাতেই তাকে অভিযুক্ত করে মেলান্দহ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূ।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার তথ্য অনুযায়ী, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। তখন সেখানে প্রবেশ করে তিনি গৃহবধূকে ধর্ষণ করেন। এরপর গৃহবধূ পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানায়। সবার পরামর্শে গৃহবধূ নিজে বাদী হয়ে গতকাল রাতে ভানুকে আসামি করে মামলা করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে। মামলার বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সোমবার আদালতের মাধ্যমে ভানুকে কারাগারে পাঠানোর কথা রয়েছে।।