Published : 03 Sep 2025, 07:02 AM
আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনাল চলছে। বাংলাদেশ-নেদারল্যান্ডস সন্ধ্যা ৬টায়, টি স্পোর্টস ও নাগরিক টিভিতে দেখা যাবে।
জাপান-তাইপেই বেলা ৩টায়, সনি স্পোর্টস ১-এ, মালয়েশিয়া-চীন বিকেল ৫-৩০ মিনিটে, সনি স্পোর্টস ১-এ এবং ভারত-দক্ষিণ কোরিয়া রাত ৮টায়, সনি স্পোর্টস ১-এ সম্প্রচারিত হবে। কোয়ার্টার ফাইনাল রাত ৯টায় স্টার স্পোর্টস ১, ২ এবং সিলেক্ট ১-এ। সারে-নর্দাম্পটনশায়ার ম্যাচটি রাত ১১-৩০ মিনিটে সনি স্পোর্টস ১-এ দেখা যাবে।
।