Published : 04 Sep 2025, 07:04 PM
ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে চলাচলকারী ৭৪৫/৭৪৬ নং যমুনা এক্সপ্রেস এখন যাত্রীদের কাছে অনেকটা তামাশার মতো। এই ট্রেন নিয়ে অভিযোগের শেষ নেই। প্রথমত, এই ট্রেনের বগি ও আসনগুলোর মান খুবই খারাপ। টয়লেটের অবস্থা খুবই নাজুক। পুরো ট্রেনের চেহারাই যেন কোনো বেসরকারি কমিউটার বা লোকাল ট্রেনের মতো। কোনো শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি নেই।
ফলে প্রথম শ্রেণির যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও এফ-চেয়ার বা প্রথম শ্রেণির চেয়ার কোচ আছে, সেগুলোও লোকাল ট্রেনের মতো যাত্রীতে পরিপূর্ণ থাকে। অনেকে দাঁড়িয়ে যাতায়াত করে, কিন্তু কেউ কিছু বলে না। যাত্রীরা বেশি ভাড়া ও ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার পরেও আরামদায়ক ভ্রমণ পান না। দ্বিতীয়ত, ট্রেনটি প্রতিদিন প্রায় এক থেকে দেড় ঘণ্টা দেরিতে আসে এবং যায়। আন্তঃনগর ট্রেন হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন ক্রসিংয়ের অজুহাতে ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখা হয়।
এমনকি যে স্টেশনগুলোতে থামার কথা নেই, সেখানেও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। তাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যমুনা এক্সপ্রেসে দ্রুত মানসম্মত বগি প্রতিস্থাপন করা হোক এবং শীতাতপ নিয়ন্ত্রিত বগি যুক্ত করা হোক। ট্রেনটি যেন সময়মতো চলাচল করে। তুফান মাজহার,শ্রীপুর, গাজীপুর।।
‘ছোটবেলায় টংঘরে থাকতাম, বাবার সাথে সবজির ঝুড়ি নিয়ে বাজারে বিক্রি করেছি’