Published : 17 Aug 2025, 06:02 AM
রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বই অলিম্পিয়াডের প্রস্তুতি পর্ব-২। ‘স্বপ্ন দেখি বই পড়ি’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব, জ্ঞান অর্জন এবং বিষয়বস্তু বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল।যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তার মাধ্যমে বিশিষ্ট অর্থনীতিবিদ সেলিম জাহান শুভেচ্ছা জানান।
তিনি শিক্ষার্থীদের বইকে lifelong friend বা চিরসাথী হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বই শুধু তথ্য দেয় না, এটি মানুষকে স্বপ্ন দেখায় এবং উৎসাহিত করে।’অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বই অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, অধ্যক্ষ এসএম আমান উর রশিদ, শিক্ষিকা মুস্তারিন আক্তার, আলোকচিত্রী পারভেজ, কবি শাহনাজ পারভীন এবং সমন্বয়ক আয়শা জাহান সহ অনেকে।শিক্ষার্থীদের পরিবেশনায় গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা ছিল বাড়তি আকর্ষণ। এই প্রতিযোগিতায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
তাদের মধ্যে ২২ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বই ও সনদপত্র দেওয়া হয়। এছাড়াও একটি সুন্দর বইয়ের প্রদর্শনীও করা হয়। বাংলাদেশ বই অলিম্পিয়াড আয়োজনে সহায়তা করেছে স্বপ্ন ’৭১ প্রকাশন, বইচারিতা, কাঠবিড়ালি ও শব্দঘর।।