তেজস্ক্রিয় বর্জ্য অপসারণে রোবট
জাপানের ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরানোর জন্য দেশটির প্রযুক্তিবিদরা রোবট পাঠিয়েছেন।বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকোর (টেপকো)-এর একজন মুখপাত্র জানান, গত মঙ্গলবার তাঁরা ক্ষতিগ্রস্ত একটি রিঅ্যাক্টর ভবনে বিকিরণের মাত্রা মাপার জন্য দুটি রোবট ‘স্পট’ ও ‘প্যাকবট’ পাঠিয়েছেন।