Published : 10 Sep 2025, 02:05 AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালীন আজ সন্ধ্যায় (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের আশেপাশে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। আমাদের প্রতিবেদকরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ মোড়ে দুইটি দলে বিভক্ত হয়ে জনতা অবস্থান করছে। একই সময়ে বাংলামোটর মোড়ে প্রায় ২০০ থেকে ৩০০ জনের একটি জমায়েত লক্ষ্য করা যায়। এছাড়া মাজার গেট ও নীলক্ষেত এলাকাতেও একই ধরনের জমায়েতের খবর পাওয়া গেছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগ পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ''আমরা জানতে পেরেছি ক্যাম্পাসের আশেপাশে উৎসুক জনতা ভিড় করছে। এই উৎসুক জনতা আসলে কারা, তা আমরা নিশ্চিত নই।
তবে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।' এদিকে, সন্ধ্যা ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'বাংলামোটর থেকে বিএনপি-যুবদলের একটি মিছিল ঢাবি ক্যাম্পাসের দিকে যাচ্ছে।' তিনি আরও দাবি করেন, 'শাহবাগ, হাইকোর্ট মাজারগেট, নীলক্ষেত সংলগ্ন এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা জড়ো হয়েছে। যেকোনো মুহূর্তে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
' এর আগে ভোটগ্রহণ শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ক্যাম্পাসের চারপাশে জড়ো হওয়া লোকজন জামায়াত-শিবিরের। তিনি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে বলেন, 'ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই চারপাশে জামায়াত-শিবিরের লোকজন জড়ো হয়েছে। এটা তো জামায়াত-শিবিরের ভোট নয়। এরা এখানে কেন আসবে?'।
চাকসু নির্বাচন: আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট